মৌলভীবাজারের বড়লেখায় এক গৃহবধূকে বিয়ের পর থেকে শ্বশুড়বাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন, জোরপূর্বক হারপিক সেবনের অভিযোগ উঠেছে।
এতে ওই গৃহবধূ পারুল আক্তার সাবিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২৫ মে রাতে বাবার বাড়ি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করেন।
এ ব্যাপারে সাবিয়ার পিতা মেয়ে হত্যার দায়ে থানায় স্বামী মাতাব উদ্দিন, ননদ মান্না বেগম, শশুড় আব্দুল কাদিরকে আসামি করে মামলা করেছে।
সাবিয়া মৃত্যুর পর তার শ্বশুড় বাড়ি দেউল গ্রামে গেলে দেখা যায় সাবিয়ার শ্বশুড় বাড়িটি তালাবদ্ধ রয়েছে তাদের সন্ধান কেউ দিতে পারছে না।
এ ব্যাপারে বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান মুঠোফোন জানান নিহত পারল আক্তার সাবিয়ার লাশ উদ্ধার করে মৌলবীবাজার ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তার করা হয়েছে।
টিএইচ